অরেঞ্জ জ্যাম/Orange Jam
অরেঞ্জ জ্যাম/Orange Jam
কমলার রস-1 লিটার
লেবুর রস- 1-2 চা-চামচ
চিনি- ইচ্ছে অনুসারে (যে যেমন মিষ্টি পছন্দ করবেন) কেমন করে তৈরি করবেন দেখে নিন পদ্ধতি
স্টেপ ১
প্রথমে কমলার কোয়া থেকে বীজ বের করে নিন।
স্টেপ ২
এরপর কমলার কোয়াগুলো ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর ভালো করে ছেঁকে নিন। কেবল রসটাই বের করে নিতে হবে।
স্টেপ ৩
আভেনে একটা ননস্টিক পাত্রে কমলার রস দিয়ে দিন। অল্প আঁচে জ্বাল দিতে থাকুন। রস কমে আসতে শুরু করলে আরও আঁচ কমিয়ে দিন। নইলে পুড়ে যেতে পারে।
স্টেপ ৪
এবার হালকা করে নাড়তে থাকুন। রস ঘন হয়ে এলে এক চামচ লেবুর রস ও চিনি মিশিয়ে দিন। যাঁরা চিনি খেতে চান না তাঁরা দেবেন না। প্রয়োজনে আরও লেবুর রস ও চিনি মেশাতে হবে। বারবার নাড়তে হবে। কোনওভাবেই যেন নিচে লেগে না যায়। ঘন হয়ে এলে ভালো করে নেড়ে নিয়ে আভেন থেকে নামিয়ে নিতে হবে।
স্টেপ ৬
আগে থেকেই শুকনো কাচের বয়াম নিয়ে রাখুন, থকথকে কমলার
উপকরণটি একটি পাত্রে ঠান্ডা জলে বসিয়ে রাখুন। ঠান্ডা হয়ে গেলে
ওই বয়ামের মধ্যে ঘন মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে নিন।
স্টেপ ৭
বয়ামটি ঠান্ডা হয়ে গেলে মুখ আটকে দিয়ে ফ্রিজে রাখুন। ঘণ্টা খানেক
পর দেখবেন কী সুন্দর জ্যাম তৈরি হয়ে গিয়েছে।