CALL US NOW

+8801707951278/01920302382

লইট্টা শুটকির ভুনা/Loitta Shutki Vuna

৳50

৳40

Discription :

লইট্টা শুটকির ভুনা/Loitta Shutki Vuna

Product Sku
#vorta-17
Delivery
BANGLADESH

লইট্টা শুটকির ভুনা/Loitta Shutki Vuna


উপকরণ

লইট্টা শুঁটকি- ২০০ গ্রাম

পেঁয়াজ কুচি- ৪ কাপ

রসুন- দেড় কাপ (মোটা করে কুচানো)

টমেটো বাটা- ১ কাপ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

লাল মরিচ গুঁড়া- স্বাদ মতো

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

লবণ- স্বাদ মতো

তেল- ১ কাপ


প্রস্তুত প্রণালি

শুঁটকি মাছ গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো তিন থেকে চার টুকরো করে নিন ৷ আবারও গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে মাছগুলো সামান্য থেঁতো করে নিন। মাছের মোটা কাঁটা ফেলে দিয়ে মাছ আলাদা করে রাখুন।

প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে ভাজতে থাকুন । কিছুক্ষণ ভেজে  টমেটো বাটা, রসুন বাটা এবং লাল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল বেরিয়ে এলে সামান্য পানি ও লবণ দিয়ে নাড়তে থাকুন।

এবার মরিচ ও রসুন কুচি বাদে অন্যান্য মসলা দিয়ে শুঁটকি মাছগুলো কষিয়ে নিন। মসলা শুকিয়ে এলে একটু একটু করে পানি দিন যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ নেড়ে রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে খানিকটা পানি দিয়ে ঢেকে দিন প্যান। ফুটে উঠলে পাঁচ-সাত মিনিট পর ঢাকনা খুলে আঁচ কমিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে চুলা বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখুন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লইট্টা শুঁটকি ভুনা।