জামাই বা ফুলঝুড়ি পিঠা
জামাই বা ফুলঝুড়ি পিঠা
উপাদানগুলি
2 কাপ শুকনো চালের গুরি
2 টি ডিম
দের কাপ চিনি
লবণ সামান্য
তরল দুধ বা পানি পরিমানমত
তেল ভাজার জন্য
রান্নার নির্দেশ
1 /ডিম ফেটিয়ে চিনি লবণ মিশিয়ে গুরি দিয়ে মিশিয়ে নিব দেন দুধ অথবা নরমাল পানি দিয়ে মিডিয়াম ঘন একটা মিশ্রন তৈরি করব যেন সাজ এ আটকে থাকে মিশ্রন
2 /দেন আধা ঘন্টা রেখে দিব
3 /সাজ নতুন হলে ধুয়ে আগের দিন তেল এ ঢুবিয়ে রেখে দিব সারারাত
4 /চুলায় পেন বসিয়ে তেল গরম করে নিব দেন সাজ টা তেল এ ঢুবিয়ে ভাল করে গরম করে মিশ্রন এ ঢুবিয়ে সাথে সাথে তেল এর ওপর ধরে রাখব যখন লাল হয়ে পিঠা কিছুটা হবে সাজ ঝকুনি দিয়ে পিঠা বের করে লাল করে ভেজে তুলব
5 /পরের পিঠার জন্য একইভাবে সাজ গরম করে বানাব
সাজ যখন মশ্রন এ ঢুবাব সাজের 4 ভাগের 3 অংশ ঢুবাতে হবে বাকি এক অংশ খালি রাখতে হবে।
6 /বানিয়ে বয়াম এ ভরে 1 মাস রাখা যাবে।