হাঁসের মাংস ভুনা হাঁসের মাংস খেতে অনেক মজা। কিন্তু সহজ নিয়মে পরিস্কার ও রান্না করাটা অনেক কষ্টের।
হাঁসের মাংস ভুনা
হাঁসের মাংস খেতে অনেক মজা। কিন্তু সহজ নিয়মে পরিস্কার ও রান্না করাটা অনেক কষ্টের।
উপকরণ
২ টেবিল চামচ আদা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
২ চা চামচ জিরা গুঁড়া
১ চা চামচ ধনে গুঁড়া
১ চা চামচ হলুদ গুঁড়ো
২ চা চামচ লঙ্কা গুঁড়ো
স্বাদঅনুযায়ী লবণ
১/২ কাপ সরিষার তেল
১ টি তেজপাতা,২ টি লবঙ্গ,১টি দারচিনি,৫টি গোলমরিচ ও ২ টি এলাচ
১ চা চামচ গরম মসলা গুঁড়া
১ কাপ পেঁয়াজ কুচি
রান্নার নির্দেশ সমূহ
১ হাঁসের মাংস একটা পাত্রে নিয়ে মারিনেশন এর জন্য বিভাগ এর সব উপকরণ একসঙ্গে খুব ভাল ভাবে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করতে হবে।
২ একটি প্যান চুলায় দিয়ে সরিষার তেল নিয়ে নিতে হবে। তেল গরম হলে গোটা গরম মসলা দিয়ে হালকা আঁচে ভাজতে হবে।
৩ এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
৪ পেঁয়াজ ভাজা হলে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে।
৫ অল্প পানি দিয়ে ১০ মিনিট কষিয়ে নিতে হবে।
৬ মাংস কষিয়ে তেল বেরিয়ে আসলে ১ কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢেকে আরো ১৫ মিনিট রান্না করে নিতে হবে।
৭ মাংস সেদ্ধ হয়ে তেল ভেসে উঠলে উপর থেকে গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই পরিবেশন এর জন্য তৈরি সুস্বাদু হাঁসের মাংস।