এগ রোল/Egg Roll
এগ রোল/Egg Roll
১বাটি ময়দা
২টেবিল চামচ সাদা তেল
২টো ডিম
১টি ছোট শসা কুচানো
১টি ছোট পেঁয়াজ কুচানো
২টি লঙ্কা কুচানো
স্বাদমতো নুন
স্বাদমতো গোলমরিচ
স্বাদমতো চাট মসলা
পরিমাণ মতো টমেটো কেচাপ
প্রয়োজন অনুযায়ী চিলি সস
স্বাদমতো পাতিলেবুর রস
প্রণালি
প্রথমে ময়দা মেখে নিন। ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে মাখবেন। ময়দা আগে মেখে রেখে দিন।
তারপর স্যালাড বানানোর জন্য শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিন।
এরপর ময়দা লেচি করে নিন। এবার রুটির মত বেলে নিন হালকা তেল দিয়ে।
এরপর জাস্ট রুটিটা চাটুতে সেঁকে নিন। সেঁকে তুলে রাখুন। এবার চাটুতে তেল দিন। রুটিটা ভেজে নিন তেলে। এরপর আলাদা পাত্রে ডিম গুলে নিন। এরপর রুটি তুলে নিয়ে, চাটুতে গোলা ডিমটা ঢেলে দিন। এর ওপর রুটিটা বসিয়ে দিন। দুপিঠ ভালো করে ভেজে তুলে নিন। এবার রুটিটা একটা পরিষ্কার জায়গায় নামিয়ে রাখুন। রুটিতে এবার স্যালাড দিন। এরপর এর ওপর টম্যাটো সস ও চিলি সস এবং কেচাপ ও লেবুর রস দিন। তারপর সাবধানে রোল করে, কাগজে মুড়ে দিন। ব্যাস এগরোল রেডি।