চিকেন রেজালা/Chicken Rezala
চিকেন রেজালা/Chicken Rezala
উপকরণ:
চিকেন: ১ কেজি
পেঁয়াজ বাটা: ১ কাপ
আদা, রসুন বাটা: ২ টেবল চামচ
গোটা কাজু: ১০-১২টা
পোস্ত: ২ টেবল চামচ
দই: ১ কাপ
দারচিনি: ২টো
ছোট এলাচ: ৪-৫টা
লবঙ্গ: ৪-৫টা
গোটা গোলমরিচ: ৮-১০টা
তেজপাতা: ১টা
শা-মরিচ গুঁড়ো: আধ চা চামচ
ধনে গুঁড়ো: ১ টেবল চামচ
কেওড়া জল: ১ চা চামচ
নুন ও চিনি: স্বাদ মতো
ঘি: ২ টেবল চামচ
অয়েল: ২ টেবল চামচ
প্রণালী:
স্টেপ ১
প্রখমে কাজু ও পোস্ত মিহি করে বেটে রেখে দিন।
স্টেপ ২
এবার একটা বড় বাটিতে চিকেন পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, নুন দিয়ে ম্যারিনেড করে ১ ঘণ্টা রেখে দিন।
স্টেপ ৩
এর পর ১ ঘণ্টা পর ননস্টিক প্যানে ঘি ও তেল গরম করে দুটো দারচিনি, ৪-৫টা লবঙ্গ, ৮-১০টা গোলমরিচ ও ১টা তেজপাতা দিয়ে ফোড়ন দিন।
স্টেপ ৪
সুন্দর গন্ধ বের হলে ম্যারিনেড করা চিকেন দিয়ে চাপা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে আভেনে রেখে দিন। ২০ মিনিট পর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়ো, শাহ মরিচ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন।
স্টেপ ৫
এর পর চাপা দিয়ে আবার মাঝারি আঁচে ২০ মিনিট রাখুন। ২০ মিনিট পর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ফোটাতে থাকুন যতক্ষণ না ঝোল ঘন-ঘন হচ্ছে।
স্টেপ ৬
গ্রেভি ঘন হয়ে গেলে কেওড়া জল ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন। নামিয়ে নিয়ে রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন