CALL US NOW

+8801707951278/01920302382

মুরগির মাংসের চপ/Chicken Chop

৳60

৳50

Discription :

মুরগির মাংসের চপ/Chicken Chop

Product Sku
#Chicken-Chop
Delivery
BANGLADESH

মুরগির মাংসের চপ/Chicken Chop

উপকরণ

৪০০ গ্রাম আলু,

১০০ গ্রাম চীজ কুঁচি,

২/৩ টুকরো মুরগীর হার ছাড়া মাংস,

২ টেবিল চামচ কাঁচা লংকা কুঁচি,

২ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি,

১ চিমচি হলুদ,

১ টি ডিম ফেটানো,

লবণ ও টেস্টিংপাউডার স্বাদমতো।

পদ্ধতি

আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সামান্য লবণ, লংকার কুঁচি এবং পেঁয়াজ দিয়ে মেখে নিন ভালো করে। খেয়াল রাখবেন যাতে আলু দলা না থাকে। মুরগীর হার ছাড়া মাংস সেদ্ধ করে নিন। এবং সেদ্ধ মাংস হাতে ছাড়িয়ে ঝিরি ঝিরি করে নিন। একটি প্যানে তেল দিয়ে গরম করে এতে পেঁয়াজ কুঁচি, লংকা কুঁচি, লবণ, টেস্টিং পাউডার এবং ১ চিমচি হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে ঝিরি করা মাংস দিয়ে দিন। মাংস কিছুটা ভাজিভাজি হয়ে এলে নামিয়ে নিন। আলু মাখা সমান করে ২০ টি অংশে ভাগ করে নিন। এরপর একটি অংশ নিয়ে হাতের তালুতে নিয়ে ভালো করে ময়ান করে মাঝে গোল করে নিন। মাঝের গোল অংশে মাংস দিয়ে আলু দিয়ে ঢেকে দিয়ে বলের মতো তৈরি করে নিন। খেয়াল রাখবেন মাংস যাতে বের না হয়ে যায়। ইচ্ছে হলে মাংস ঝুরির সাথে চীজ কুঁচি দিয়ে দিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন যাতে আলুর বল থেকে যেন বের না হয়ে যায়। এই গোল বলটি এবার হাতের আলতো চাপে একটু চ্যাপ্টা করে চপের আকার দিয়ে দিন। ফ্রাইং প্যানে তেল গরম হতে দিন। তেল এমন ভাবে দেবেন যাতে ডুবো তেল না হয় আবার একবারে কম তেল না হয়। তেল গরম হয়ে এলে চপটি ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিন। এভাবে প্রতিটি চপ লালচে করে ভেজে তুলুন। এক কাপ ধোঁয়া ওঠা চা/কফির সাথে সস দিয়ে গরম গরম মজা নিন এই মাংসের চপের।