চ্যাপা শুটকি ভর্তা/Chepa Vorta
চ্যাপা শুটকি ভর্তা/Chepa Vorta
উপাদানগুলি
৩০ মিনিট
৬ জন
৫-৬ টা চ্যাপা শুটকি
১ কাপ পিয়াজ কুচি
৮-১০ টা লাল শুকনা মরিচ
১ টা রসুন কুচি
লবণ
সামান্য তেল
রান্নার নির্দেশ
1 চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিব, দ্যান শুটকি ধুয়ে তেলে দিব, দ্যান পিয়াজ রসুন লবণ দিয়ে ভালো করে ভেজে নিব,
2 দ্যান নামিয়ে ঠান্ডা করে শুকনা মরিচ সহ বেটে নিব,
3 শেষে আস্ত পেয়াজ ছেচেছেচে পুরু ভর্তায় আধ ছেচা করে বেটে দিব
4 সব শেষে ভর্তা বাটিতে তুলে পাটায় ভাত ও লবণ দিয়ে হালকা চেপে চেপে বেটে পাটামুছা ভাত সেই মজা।